১২:০ ৪ পূর্বাহ্ণ

ভাসমান রোজাদারদের ইফতার বিতরণ করেছেন ইমতিয়াজ কামরান
করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই। সেসব মানুষের জন্য বাসা থেকে রান্না করা খাবারের প্যাকেট নিয়ে সিলেটের বিভিন্ন পয়েন্টে বিতরণ করেছেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর ইমতিয়াজ কামরান তালুকদার।তিনি ফুটপাতে বস্তিতে অবস্থান করা অসহায়, পথচারী, ছিন্নমূল, ভাসমান, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবীসহ সব মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।একেবারে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করছি। ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালোমত ইফতার করতে পারে এজন্য এই প্রয়াশ।এই রমজানে অসহায়, ভাসমান, ভবঘুরে রোজাদার দের ইফতার করিয়ে আসছেন মানবতার ফেরিওয়ালা অসহায় মানুষের দুর্দিনের বন্ধু দানবীর ইমতিয়াজ কামরান তালুকদার।করোনা সংকট মোকাবেলায় সিলেট নগরীর অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী ইমাম,মুয়াজ্জিন,কুরআনের হাফেজদের
পাশে দাঁড়িয়েছেন তিনি।এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ,রমজানে উপহার সামগ্রী বিতরণ,চা শ্রমিকদের উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।রমজানের শেষ দিকে তিনি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, পথশিশুদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণ, অসহায় চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করবেন।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেছেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগণ পাচ্ছেন খাদ্য ও ত্রাণ সামগ্রী।তিনি একটি টিম গঠন করেন,কামরান তালুকদার টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়।নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ পর্যন্ত প্রায় ১১০০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন দেশ থিয়েটার এর প্রতিষ্টিতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়,এফ কে ফয়ছল,সুৃমন, শফিক,রকিব আলী,বাবুল মিয়া প্রমুখ।