৭:৫৭ অপরাহ্ণ

ধর্মপাশায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৫০ পরিবার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৫০টি পরিবারে মাঝে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।
আজ (২২মার্চ) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপকারভোগীদের মাঝে জমি সংক্রান্ত সকল কাগজপত্র, চাবি এবং ফোল্ডার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা।
এছাড়াও গণভবন থেকে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘরের শুভ উদ্বোধনের অনুষ্ঠান বিটিভি লিংকের মাধ্যমে উপভোগ করেন উপকারভোগীসহ অতিথিবৃন্দ।