৯:১০ অপরাহ্ণ
![](https://dreamsylhet24.com/assets/img/1719155450.jpg)
বন্যার পর দর্শনার্থীদের জন্য উম্মুক্ত হচ্ছে সাদা পাথর
সিলেটের কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট আগামীকাল সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো।
রবিবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৮টি শর্তে পর্যটনকেন্দ্রটি খুলে দেয়া হলো সেগুলো হলো, নদীর স্রোতের তীব্রতা বাড়লে কোন অবস্থাতেই ঘাট থেকে নৌকা ছেড়ে যাবেনা,সেক্ষেত্রে সম্মানিত পর্যটকগণ আশে পাশের এলাকা ঘুরে দেখে যেতে পারবেন, সংশ্লিষ্ট দিনের নদীর স্রোত ও সার্বিক অবস্থা বিবেচনায় নৌকা ঘাট থেকে ছেড়ে যাবে কিনা তা ঘাটে অবস্থিত খাস আদায় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, সকল নৌকাতেই লাইফ জ্যাকেট থাকতে হবে এবং জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে ছাড়তে হবে,পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা সাঁতার কাটতে পারবেন না, পর্যটকগন নৌকায় উঠে হৈ হুল্লুর করতে পারবেন না, নৌকায় উঠে ভালোভাবে বসে থাকতে হবে, নিরাপত্তার স্বার্থে শিশু ও মহিলা পর্যটকগণ আপাতত নৌকায় ভ্রমন করতে পারবেন না,মাঝিগন পর্যটকগনের সাথে সর্বদা ভালো আচরণ করবেন,পর্যটন স্পটের নির্দিষ্ট স্থানে দোকান-পাট বসাতে হবে।
প্রসঙ্গত, জুন মাসের মাঝামাঝি থেকে থেকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাদা পাথর পর্যটন ঘাটসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।