সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
জকিগঞ্জ প্রতিনিধি::
৩১ অক্টোবর ২০ ২৪
১০ :৩৭ অপরাহ্ণ

জকিগঞ্জকে স্বধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবী
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

'দল ধর্ম যার যার- জকিগঞ্জ সবার' এই স্লোগানকে সামনে রেখে একটি আধুনিক জকিগঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জ উপজেলার প্রবাসীদের সমন্বয়ে ২০১৫ সালের ৩১ শে অক্টোবর প্রতিষ্ঠা করা হয় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ।

শুরু থেকে এ উপজেলার প্রবাসীরা জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ব্যানারে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি আদায় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত ৭ টার সময় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে পরিষদের সহ-সভাপতি আফ্রিকা প্রবাসী আলী আহসানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মঈন উদ্দিন মনই এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) বেলাল আহমদ, প্রবাসী ঐক্য পরিষদের ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সাংবাদিক আজাদুর রহমান, আব্দুশ শহীদ শাকির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ১ মাস পূর্বে জকিগঞ্জ স্বাধীন হয়েছিল। কিন্তু এটার রাষ্ট্রীয় স্বীকৃতি আজোও মেলেনি। অবহেলিত এই জনপদ বারবার উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে।

বর্তমানে বাংলাদেশে একটি স্বাধীন বৈষম্যহীন দেশ গড়ার কাজ চলছে। জকিগঞ্জ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, জকিগঞ্জ বাসীকে এই ব্যবহারের সুযোগ দিতে হবে। জেলা সদর থেকে ৯১ কি.মি দুরবর্তী জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রী চালু হয়েছে কিন্তু অনার্স কোর্স চালু হয় নাই।

দ্রুত জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবী জানান। বক্তারা আরো বলেন, প্রবাসীরা জকিগঞ্জের আর্থসামাজিক বিন্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ।

প্রবাসীদের ভূমিকা জকিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে অবিস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ, পরিশ্রম ও স্মার্ট বুদ্ধিমত্তা জকিগঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করছে, যা ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সহযোগিতা ও সংহতি অব্যাহত থাকলে আমাদের এলাকার উন্নয়ন আরও মসৃণ ও সমৃদ্ধ হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ