বৃহস্পতিবার, অক্টোবর ১০ , ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৩ ডিসেম্বর ২০ ২০
১১:৫৪ অপরাহ্ণ

মোবাইল চুরির অপবাদে শিশু ছেলেকে নির্যাতন, জরিমানা

দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকরে রসমেলা ফ্যাক্টরিতে শাকিল আহমদ (১৩) নামের এক শিশু ছেলেকে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ সুপার বরাবারে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে শিশু নির্যাতনের অভিযোগ তুলে ধরে মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার রসমেলার সত্ত্বাধিকারী ফয়ছল, উস্তার মিয়া, তারেক, সুহেল, সেলিম ও শফিকের বিরুদ্ধে নির্যাতিত শিশুর মা হাছনা বেগম এই অভিযোগ দাখিল করেন।
 
অভিযোগে তিনি উল্লেখ করেন, সংসারে অভাব অনটনের তাড়নায় পিতৃহারা শিশু শাকিলকে সিলেটের বিসিক শিল্প নগরী গোটাটিকর এলাকার রসমেলা ফ্যাক্টরিতে ৫ হাজার টাকা বেতনে চাকুরিতে দেন। গত ২৫ নভেম্বর সকাল ১১টার দিকে তার ছেলে শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির মিথ্যা অপবাদ আনা হয়। এই মিথ্যা অভিযোগে রসমেলার সত্ত্বাধিকারী ফয়ছলের নেতৃত্বে অমানবিক নির্যাতন করা হয় শিশু ছেলেটিকে। এমনকি তারা নানা কুসংস্কারের আশ্রয় নিয়ে শাকিলকে মোবাইল চুর হিসেবে চিহ্নিত করতে চায়। সে সময় তারা তার মাকে ডেকে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন বাবৎ ৪০ হাজার টাকা প্রদান করার চাপ প্রয়োগ করে। এসময় তিনি ভয় পেয়ে তার বাসার মালিক কাবুল আহমদের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে ছেলে শাকিলকে উদ্ধার করে নিয়ে আসেন। উক্ত টাকা পাওয়ার পরও শাকিলের বেতন ৪ হাজার টাকা কর্তন করেও তারা আরো টাকার জন্য চাপ প্রয়োগ করে। বর্তমানে হাছনা বেগম ও তার ছেলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ছেলে ও নিজের প্রাণ রক্ষার্থে হাছনা বেগম প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ