১১:২১ অপরাহ্ণ

সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ
নতুন শিক্ষাক্রম ২০২২ইং সম্পর্কে অভিভাবকদের অবহিত করণের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণির অভিভাবকদের নিয়ে গত ৮ মে মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুল হল রুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ারা আক্তার লিপি নতুন কারিকুলাম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শামিনুল হক সেবুল, সাবেক সদস্য ও অভিভাবক সাইফুল আলম,সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবক সোহানা সুলতানা।
সভায় অভিভাবক নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধান শিক্ষক প্রদান করেন। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অন্যতম বিষয় হলো অভিভাবকরা শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের ব্যাপারে একমত পোষন করেন।