বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১২ জুলাই ২০ ২৪
১১:১৫ অপরাহ্ণ

তিতাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত মর্জিনা

কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মর্জিনা।

সে উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মোল্লা বাড়ির লিটন মিয়ার স্ত্রী। দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় গত বৃহস্পতিবার এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে মর্জিনাকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোছাঃ মোমিনুর জাহান। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,উপজেলার সাতানী ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার মৃত্যুবরণ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়।

ওই পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিস। এতে উত্তর আকালিয়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী মর্জিনা, একই গ্রামের মো. ইউনুছের স্ত্রী হাবীবা বেগম ও মঙ্গলকান্দি গ্রামের মো. সুজনের স্ত্রী ফারজানা আক্তার বিথি তাদের মনোনয়নপত্র জমা দেন।

যাচাই- বাছাই শেষে তিনজনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। গত বুধবার বিকালে হাবীবা বেগম ও ফারজানা আক্তার বিথি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনাকে শপথ বাক্য পাঠ করানোর পর পরিষদের সভার মাধ্যমে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

আগের সদস্য সেলিনা আক্তার মারা যাওয়ায় পদটি শূন্য হয়েছিল।নব-নির্বাচিত মহিলা সদস্য মর্জিনা সাংবাদিকদের বলেন,শূন্য হওয়া পদে আমি নির্বাচিত হয়েছি।

এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা,পরামর্শ ও সহমর্মিতার মাধ্যমে আমি আমার কাজের স্বাক্ষর রাখতে চাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোছা, মোমিনুর জাহান সাংবাদিকদের জানান,উক্ত উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যেহেতু দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে,সেহেতু তৃতীয় প্রার্থী মর্জিনাকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ