৫:১৫ অপরাহ্ণ
দাউদকান্দিতে সৃষ্টি পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল মিলনায়তনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে 'সৃষ্টি' পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল দশটায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন "সৃষ্টি' সাহিত্য- সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো.কামাল হোসেন।
'সৃষ্টি'র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন মো.শাহআলম সরকার, প্রধান আলোচক ছিলেন কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মমিনুল ইসলাম, 'সৃষ্টি'র উপদেষ্টা মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি-সাইফুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন অভি ও সমাজসেবী মো. জাকারিয়া সরকার।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষামূলক বই বিতরণের পাশাপাশি মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তাগণ।