সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
বিনোদন ডেস্ক::
২৯ ডিসেম্বর ২০ ২৪
১:০ ৩ অপরাহ্ণ

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ পেলেন স্বাগতা

বিয়ের প্রায় বছরখানেক পর সম্প্রতি অভিনেত্রী স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ে করেছেন তারা। এমন বক্তব্যের পর বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার স্বাগতাকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। তবে স্বাগতা জানালেন, এখনো কোনো নোটিশ হাতে পাননি তিনি।

পেলে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবেন। প্রথম বিচ্ছেদের তিন বছর পর গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করেন স্বাগতা। তবে এবার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। তাই বিয়ের আগে নিয়েছিলেন লিভ টুগেদারের সিদ্ধান্ত। স্বাগতার এমন বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আরিফুল খবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরী নোটিশটি পাঠান। তাতে উল্লেখ করা হয়, ইসলাম ধর্মে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ রূপে হারাম।

স্বাগতার বক্তব্য লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করে। এমন বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। এ বিষয়ে অনেকটা হতবাক স্বাগতা। তিনি বলেন, আমি যাকে বিয়ে করব, তাকে আগে বুঝে নিয়েছি। তাতে সমস্যা কোথায়? দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার ভুলটা কোথায়?

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ