সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
ডেস্ক নিউজ::
১ জানুয়ারী ২০ ২৫
৬:৫১ অপরাহ্ণ

কবি সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তে.কাল

দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য কবি ও কথাশিল্পি সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজসেবক- বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন।

বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহি উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে মহি উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ২টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গবীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

মহিউদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আনজুমানে আল ইসলাহের একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ