মঙ্গলবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৪
স্টাফ রিপোর্টার
৪ জুন ২০ ২৩
৬:০ ৪ অপরাহ্ণ

সিলেটে এডাবের রিপোর্ট রাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও মূখপাত্র এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব এর আয়োজনে রোববার (৪জুন) সিলেটের উপশহরস্থ সঞ্চয়িতা প্রশিক্ষণ কেন্দ্রে  দুই দিনব্যাপী রিপোর্ট রাইটিং লেখার উপর প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। 
এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেসিছ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এটি এম বদরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর সিলেটের উপ পরিচালক নিবাসরঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এডাবের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য ও এওয়ার্ডের নির্বাহী পরিচালক কাজী মো: আবুল কালাম আজাদ।  
প্রশিক্ষণ সহায়ক এ্যাডভোকেট সুবিনয় দত্তের পরিচালনায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার মোট ২৬টি বেসরকারি সংস্থার নির্বাহী প্রধানগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীগণ রিপোর্ট রাইটিং এর বিভিন্ন বিষয়ে দলীয় আলোচনা ও সক্রিয় অংশ করেন। প্রশিক্ষণটি বাস্তবে তাদের কাজে লাগবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন। প্রশিক্ষনে প্রধান অতিথি বলেন, এডাবের এ ধরনের যুগপোযোগী আয়োজনে এনজিওরা উপকৃত হবে। তাই এ ধরনের প্রমিক্ষণের খুবই প্রয়োজন। প্রশিক্ষণটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডাব সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো: বাবুল আখতার। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ