বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৪ জুন ২০ ২৪
৬:১০ অপরাহ্ণ

তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্ত

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

তিনি আজ থেকে ২৪ বছর আগে এই দিনে শিক্ষকতা পেশায় যোগদান করেন।জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের শিক্ষকতা পেশায় দুই যুগপূর্ণ হওয়ার তিনি মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছেন।

তিনি আজ থেকে ২৪ বছর আগে মহান পেশা শিক্ষকতা পেশায় যোগদান করেছিলেন।তিনি ২০০০ ইং সালের ১৪ জুন শিক্ষকতার মহান এই পেশায় যোগদান করে আজ পর্যন্ত সততা এবং নিষ্ঠা সঙ্গে সঠিক দায়িত্ব পালন করে আসছেন।সফলতার সঙ্গে ২৪ টি বছর সঠিক দায়িত্ব পালন করতে গিয়ে বহু ত্যাগ-তিতিক্ষার শিকার হয়েছেন তিনি।

মুহাম্মদ শাখাওয়াত হোসেন একজন আদর্শবান শিক্ষকও বটে।কোমলমতি শিশুদেরকে সঠিক পাঠদান করতে গিয়ে স্কুলেই নিয়মিত উপস্থিত থেকেছেন।স্কুলকে ভালোবাসেন বলেই কখনো স্কুল ফাঁকি দেওয়ার মতো কাজ তিনি পছন্দ করেননি।তাই সরকার কর্তৃক নির্ধারিত ১০০% কাজ বাস্তবায়ন করেও তিনি নিজের যোগ্যতা,দক্ষতা,অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সৃজনশীল কিছু করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন।অধিকাংশ ক্ষেত্রে সফলও হয়েছেন তিনি।ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা,বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রতিযোগিতা,শাপলা কাব এ্যাওয়ার্ড ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদকসহ বিভিন্ন প্রতিযোগিতায় ইউনিয়ন,উপজেলা, জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছেন জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। 

তাঁর সঠিক দায়িত্ব পালনের ফলস্বরূপেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও বৃত্তিতেও ছিলো বিদ্যালয়টি এই অঞ্চলের সেরা বিদ্যালয়।সেজন্যই বিদ্যালয়টি ২০২২ সালে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হতে সক্ষম হয়।তিনি জানান,এগুলো সবই ছিলো আমার সহকর্মী সহকারী শিক্ষক,এসএমসি,পিটিএ,কল্যাণ সমিতি, সম্মানিত অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায়।তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। যাতে মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় বাকী দিন গুলি যেনো প্রাথমিক শিক্ষার মানসম্মত ও গুনগত মানোন্নয়ন তথা সমাজের উন্নয়ন ও দেশের উন্নয়নে কাজ করতে পারেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ