৬:২৮ অপরাহ্ণ
সিলেটে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত
বাংলার আধ্যাত্মিক সম্রাট হযরত শাহজালাল (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেট এর আয়োজনে এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা [ইক্বরা]এর পরিবেশনায় গত ২৪ শে জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে অংশগ্রহণ করে কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছেন ইরানের শাইখ কারি আহমাদ আবুল কাসেমি, মিসরের শাইখ কারি মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের কারি শাইখ আনোয়ারুল হাসান বুখারি এবং ফিলিপাইনের কারি নো’মান পিমবায়াবায়াসহ আরো দেশীয় ক্বারী এবং না'ত খা' ।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেরাত সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দরগাহে শাহজালালের মুতাওয়াল্লী স'রে কৌম ফতেহ উল্লাহ আল আমান, ফখরুল ইসলাম ট্রাস্ট ও জকিগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী সাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী রহ, শিক্ষাবিদ কবি কালাম আজাদ, প্রিন্সিপাল মাওলানা সরওয়ারে জাহান, সীমান্তিক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী আলি হাসান শাহিন, সিলেট জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলীল খান সহ অনেকে৷
হাজার হাজার মানুষের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনীতে মূখরিত হয় সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান। পবিত্র কুরআন তিলাওয়াতের এই সম্মেলনে দল-মত নির্বিশেষে সিলেটের সকল স্তরের মুসলিম জনতার উপস্থিতির মাধ্যমে পূর্ণতা পেয়েছে৷ অনুষ্ঠান সফল হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিষদের নেতৃবৃন্দ ।