৫:১৬ অপরাহ্ণ
সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ ফারুক'র বিদায় সংবর্ধনা
সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ ফারুক এর অবসর জনিত উপলক্ষ্যে বিদ্যালয়ের এস.এম. সি কমিটি ও পি.টি.এ শিক্ষক - শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্যোগে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ের সভাসুন্দর প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সংগঠক আবুল কালাম এর পরিচালনায়।
প্রধান অতিথি'র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন তিনি বলেন, শিক্ষকতা একটি মৎহত পেশা,এই পেশাকে সবাই সম্বরণ করে, তাদের স্থান সবার উপরে,শিক্ষকদের আমাদের সবাইকে সম্মান করতে হবে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার লুৎফুর রহমান, শুড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার চৌধুরী,লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ,তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ওয়ারিছ আলী,সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমান,দক্ষিণ সুরমা উপজেলা প্রধান শিক্ষক ঐক্য ফোরাম এর সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ,দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরুব্বি হুশিয়ার আলী,সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আমির আলী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ,সিলেট জেলা ধারাভাষ্যকার কমিটির সহ-সভাপতি অাব্দুল আহাদ, সভাসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া বেগম,সহকারি শিক্ষক কলি বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিতা রাণী দাস,মানপত্র পাঠ করেন সহকারি শিক্ষক জান্নাত আরা আখিলা।
শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী কলসুমা বেগম। শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া বেগমের ছেলের মৃত্যুতে তাহার রুহের মাহফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নিজগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর নুর।