৪:২০ অপরাহ্ণ

কুলাউড়ায় পুরশাই তাহফিজুল কোরআন ও এতিম খানা মাদরাসার ২০ বছর পূর্তিতে আলোচনা সভা
কুলাউড়ায় পুরশাই তাহফিজুল কোরআন ও এতিম খানা মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) বৃহস্পতিবার দুপুরে মাদরাসা হল রুমে মাদরাসার প্রতিষ্টাতা হাফিজ আনসার উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি এম এম শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার নাজির আহমদ চৌধুরী, গণকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, উপজেলা আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী,লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইরফানুল হক, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, পৃথিমপাশা ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন আনসার উদ্দিন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ আতিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাবিবুর রহমান টুটু,প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী।