৮:৩৯ অপরাহ্ণ

দীর্ঘ ক্ষমতাধর মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের প্রথম স্থানে আছেন শেখ হাসিনা
সাবেক পরিকল্পনামন্ত্রী বর্তমান সংসদ সদস্য এমএ মান্নান বলেছেন, দীর্ঘ ক্ষমতাধর মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের প্রথম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁর নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত। তিনি এবং আমরা উন্নয়নের পক্ষে কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় উন্নয়নকাজে সবার সহযোগিতা প্রয়োজন। যতোদিন বেঁচে আছি মানুষের সেবা করে যেতে চাই।
২৫ ফেব্রুয়ারি রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ইশানকোনা গ্রামে তুহেল মিয়ার বাড়িতে সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ দুলাল আহমদ।