শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
১০ ডিসেম্বর ২০ ২৪
৪:০ ০ অপরাহ্ণ

নারী, শিশু ও চা-শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে
সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

‘বাংলাদেশে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ যার সংবিধানে মানুষের অধিকারের বিষয়গুলো পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। আমাদের সংবিধানের ২৬ থেকে শুরু করে ৪৭(ক) ধারায় নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সংবিধানের আলোকে দেশে অনেক আইন, নীতিমালা ও সেবার ব্যবস্থা করা হয়েছে ঠিকই কিন্তু কিছু ক্ষেত্রে এখনো আমরা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে নারী, শিশু ও চা-শ্রমিকের অধিকার।

স্বাধীনতার এত বছর পরও আমরা আমাদের নারী, শিশু ও চা-শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তার দিকগুলো নিশ্চিত করতে পারিনি। বরং সময় সময় কিছু সংবাদ আমাদের মানবাধিকার পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।’ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো)-এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় র‍্যালি করা হয়।