সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
জকিগঞ্জ প্রতিনিধি::
১৭ জুলাই ২০ ২৪
৬:০ ৮ অপরাহ্ণ

ছারছীনার পীর ছাহেবের ইন্তিকালে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির শো.ক

ছারছীনার পীর ছাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ'র ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এক শোক বার্তায় তিনি বলেন, ছারছীনার পীর ছাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিব্বুল্লাহ ইমামুত তরীকত হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর সিলসিলায় বর্তমান সময়ের একজন বুযুর্গ ছিলেন।

এ সিলসিলার অন্যতম বুযুর্গ ফুরফুরার মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর (র) এর খলীফা ছিলেন ছারছীনার পীর ছাহেব হযরত শাহ সূফী নেছারুদ্দীন (র.)। তাঁর ও তাঁর উত্তরসূরি হযরত আবূ জাফর ছালেহ (র.) এর অনুসৃত পথে শরীআত ও তরীকতের প্রকৃত শিক্ষা বিস্তারে তিনি সারাজীবন অতিবাহিত করেছেন।

মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা, দ্বীনী তা‘লীম-তরবিয়ত প্রদান এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস প্রচার-প্রসার ও এর আলোকে আদর্শ মানুষ গঠনে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন তা তাকে স্মরণীয় করে রাখবে। তাঁর ইন্তিকালে দেশ ও জাতি একজন গ্রহণযোগ্য বুযুর্গ ও মান্যবর অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তাঁর দরজা বুলন্দ করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিলের তাওফীক দান করুন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ