৫:০ ০ অপরাহ্ণ
বড়লেখায় ব্যবসায়িক শত্রুতার জেরে দম্পতি খুন
মৌলভীবাজারের বড়লেখার সীমান্তবর্তী এলাকা বোরবারথলে ব্যবসায়িক পূর্ব শত্রুতার জের ধরে ২ জানুয়ারি ভোররাতে এক দম্পতি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বোবারথলস্থ ইসলামনগর গ্রামে।
নিহত দম্পতি হচ্ছেন আব্দুল হাসিব (৬৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫৫)। নিহত আব্দুল হাসিব দীর্ঘ বছর ধরে কাঁচামাল ব্যবসার সাথে জড়িত। তাঁর ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছেন। এলাকাবাসী, থানা পুলিশসহ একাধিক সূত্র জানিয়েছে, ২ জানুয়ারি ব্যবসায়িক কাজে আব্দুল হাসিব স্ত্রীকে নিয়ে নিজ এলাকায় যান। কাজ শেষে রাত্রি যাপনের জন্য ইসলামনগরস্থ তাঁর পুরাতন বাড়িতে যান। সেখানে রাতে খাবার-দাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে চলে যায়। সকালে আশপাশের লোকজন তাদেরকে ডাকতে গিয়ে দরজা খোলা দেখে ভেতরে যান। তখন বিছানার উপর রক্তাক্ত লাশ দেখে প্রথমে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ দু’টি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের লোকজনের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রহমান মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ্ব চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার আব্দুল হাসিব ও তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এমনকি একই এলাকার বাসিন্দা হওয়ায় নানাভাবে হয়রানিও করেন।
এ নিয়ে এলাকায় বিচার-বৈঠকও হয়েছে। কিন্তু ব্যবসায়ী আব্দুর রহমান এসব নিয়ে ক্ষুব্ধ ছিলেন আব্দুল হাসিবের উপর। তাদের ধারণা, ব্যবসায়ী আব্দুর রহমান এ হত্যাকাণ্ডের সাথে জড়িত। পরিবারের সদস্যরা আরও জানান, কোনো ধরণের ঝামেলায় না জড়ানোর জন্য আব্দুল হাসিব দীর্ঘদিন ধরে বড়লেখা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রাক্ষণগ্রাম গ্রামে পৃথক বাড়ি নিয়ে পরিবারসহ বাস করেন।
তিনি নিজ পাহাড়ি এলাকার উৎপাদিত বিভিন্ন ফসলাদি কিনে নিয়ে গিয়ে বড়লেখা বাজারে বিক্রি করতেন। নিহত আব্দুল হাসিব ইসলামনগর গ্রামের সিদ্দেক খান ও ময়মুনা বেগম এবং তার স্ত্রী নিহত সুফিয়া বেগম একই এলাকার বশির মিয়া সুয়া বেগমের মেয়ে বলে জানা গেছে। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, সকালে খবরটি এলাকার লোকজন আমাকে জানালে আমি থানা পুলিশকে জানাই। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থানায় মামলা করেছেন। তদন্তসাপেক্ষে খুনিদের গ্রেফতার করা হবে।