সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
ফারুক আহমেদ,ধর্মপাশা::
২০ মার্চ ২০ ২৫
৫:১৩ অপরাহ্ণ

মধ্যনগরে সৎ ভাতিজার ছু'.রি.কাঘা'.তে চাচা খু'.ন

সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৫০) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। বুধবার (১৯মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল গণি ওই গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।


নিহতের ছেলে খায়রুল ইসলামের একটি ভিডিও সাক্ষাতকার, স্থানীয় ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল গণির সাথে তাঁর সৎ ভাই গফুর মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ও পারি*বারিক বিরোধ চলে আসছে।

বুধবার (১৯মার্চ) বিকেল ৫টার দিকে ধোপা*ঘাটপুর গ্রামে তাদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে নিহত আব্দুল গণির ছেলে খাইরুলের সাথে গফুর মিয়ার পরিবারের লোক*জনের বাকবিতণ্ডা ও মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এক সময় তারা সংঘর্ষে জড়ায়। এ সময় আব্দুল গণি গোসলে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এলে এক পর্যায়ে গফুর মিয়ার ছেলে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে আব্দুল গণিকে ধারালো ছুরি দিয়ে গলায়, গালে, ঘাড়ে ও হাতে আঘাত করে। এতে আব্দুল গনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল গণিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটার পর থেকে সোহেল ও রুবেলের মোবাইল বন্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজীব রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আব্দুল গণির লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্ত করার জন্য সুনামগঞ্জ সদর আধুনিক মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ