৭:৫২ অপরাহ্ণ
নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্য সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ট্রাফিক ক্যাম্পেইন রোববার (১৩ অক্টোবর) বেলা ৩টায় নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, সদস্য আব্দুর রহমান, আব্দুল হাছিব, আবু জাবের, আবুল কাশেম, মো. মাজিদুর রহমান মাছুম, রাজিব ঘোষ প্রমুখ।
ট্রাফিক ক্যাম্পেইনের সময় রাস্তার বাম লেন সবসময় খোলা রাখা ও পথচারীদের ফুটপাত দিয়ে চলাচল, পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার ও দুইয়ের অধিক যাত্রী না নিয়ে রাস্তায় চলাচলের আহবান জানানো হয়। এসময় রাস্তায় পথচারী ও চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।