১০ :০ ৮ অপরাহ্ণ
বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা কে সাময়িক অব্যাহতি দিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঊর্মি রায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন এবং প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানার বিপক্ষে আনা অভিযোগের কারণ দর্শানোর জন্য ১০ দিনের সময় বেঁধে দেন।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে আসছে।
এরই প্রেক্ষিতে সপ্তাহব্যাপী শিক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসে বলে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ‘বিতর্কিত প্রধান শিক্ষক চাই না ”পদত্যাগ চাই ‘ শ্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।
উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার একটি পক্ষ দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তাদের দাবীর প্রেক্ষিতে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঊর্মি রায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন। বিজ্ঞপ্তি