শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
২২ মার্চ ২০ ২৪
১০ :২২ অপরাহ্ণ

কমলগঞ্জে মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন নেছা ফাউন্ডেশনের ইফতার মাহফিল

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমদ্বান উপলক্ষে মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার করিমপুর শাহী ঈদগাহ মাঠে রমজানে তাৎপর্য শীর্ষক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা সাবেক চেয়ারম্যান সিদ্দেক আলী,কমলগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল,রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব দুরুদ মোহাম্মদ ফাউন্ডেশন এর লক্ষ্যে ও উদ্দেশ্য তুলে বলেন, তাদের ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

যার মধ্যে দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা, দারিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা সহযোগিতা করা, হতদরিদ্র ও গরিব মানুষের বিবাহে সহযোগিতা করা,বাৎসরিক হিফজুল কোরআন হামদ্ নাত্ ও গজল সন্ধ্যা প্রতিযোগিতাসহ গৃহহীনদের গৃহ নির্মাণে সহযোগিতা করা। এবার মাহে রমজান উপলক্ষে বয়স্ক কোরআন শিক্ষা চালু করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ