রবিবার, মে ৫, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২৩ আগস্ট ২০ ২৩
৮:৪৮ অপরাহ্ণ

সমাজ, জনগণ ও রাষ্ট্রের প্রতি নৈতিক দায়িত্ববোধ থেকেই সাংবাদিকতার গোড়াপত্তন
সেলিম আউয়ালের গ্রন্থের অন্তরঙ্গপাঠ অনুষ্ঠান

‘সাংবাদিকতা একটি মহতী পেশা। সমাজ, জনগণ ও রাষ্ট্রের প্রতি নৈতিক দায়িত্ববোধ থেকেই গোড়াপত্তন হয়েছে সাংবাদিকতার।

সংবাদের তথ্যসংগ্রহ, যথাযথভাবে সংবাদ লিখন ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে একজন সাংবাদিক দক্ষতা অর্জনের মাধ্যমে তার পেশাগত সততা বজায় রেখে সমাজ উন্নয়ন তথা সমাজের কল্যাণে ভূমিকা পালন করতে পারেন।

এ ক্ষেত্রে সাংবাদিকতায় দক্ষতা অর্জনে ‘বিষয় : সাংবাদিকতা ও সংবাদ’ গ্রন্থটি নবীন ও কর্মরত সাংবাদিকদেরকে সহায়তা করতে পারে।’ সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও লেখক সেলিম আউয়ালের ‘বিষয় : সাংবাদিকতা ও সংবাদ’ গ্রন্থের অন্তরঙ্গপাঠ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গত সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের সভাপতি ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেটের সভাপতিত্বে ২৫৩ তম সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত গবেষক ফারুক আহমদ। সাইক্লোনের সাহিত্য সম্পাদক গল্পকার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী সালেহ খসরু। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল, সিলেটের ডাক-এর সিনিয়র সাংবাদিক নূর আহমদ, কন্ঠশিল্পী সৈয়দ মাহবুব এলাহী, মাসিক ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, ছড়াকার-প্রভাষক কামরুল আলম, সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, কবি শামসীর হারুনূর রশীদ, কবি সংগঠক ইছমত হানিফা চৌধুরী,ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শামশাদ, তরুণ সমাজসেবী আমিন তাহমীদ, প্রকৌশলী কবি ইফতেখার শামীম, সংবাদকর্মী এস.এম.ফাহিম, আশিক উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে লেখা পাঠ করেন বিমান বিহারী বিশ^াস, মকসুদ আহমদ লাল, সাজিদুর রহমান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ