রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
৩ জুন ২০ ২৩
২:২৪ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্তসহ ৪ পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের রনিখাই ও শিবনগর এবং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর রনিখাই ইউনিয়নের শিবনগর গ্রামের আইয়ুব আলীর পুত্র গোলজার। তিনি চার বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি।

একই মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত দুই আসামিকে এদিন গ্রেপ্তার করা হয়। তারা হলো- শিবনগর গ্রামের তৈয়ব আলীর পুত্র আক্তার মিয়া, মৃত ছিদ্দেক আলীর পুত্র গিয়াস উদ্দিন।

এছাড়া নারী ও শিশু নির্যাতন আইনের মামলার পলাতক আসামি ইসলামপুর গ্রামের আবু রহমানের পুত্র কবির হোসেনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান, উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার, উপ-পরিদর্শক মাসুদ আহমেদ ও উপ-পরিদর্শক জনার্দন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উত্তর রনিখাই ইউনিয়নের শিবনগর ও রনিখাই গ্রামে অভিযান চালায়।

সেখান থেকে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে উপ-পরিদর্শক আলাউদ্দিনের নেতৃত্বে ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ