সোমবার, সেপ্টেম্বর ৯, ২০ ২৪
ডেস্ক রিপোর্ট ::
১৯ জুন ২০ ২৪
১১:৩০ পূর্বাহ্ণ

নগরীতে সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত খুররমখলা আবাসিক এলাকায় ডাচ বাংলা ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা শেখ শহীদুর রহমানের বাসায় সন্ত্রাসী হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে শেখ শহীদুর রহমানের গ্রামের বাড়ী বালাগঞ্জের মজলিশপুরে জমি-জমা নিয়ে শেখ মুহিতুর রহমান মজুমদার ও রাজিয়া সুলতানা গংদের সাথে বিবাদ এবং মামলা মোকদ্দমা চলমান রয়েছে।

ভুক্তভোগীর মতে এই হামলাটি তাদের মাধ্যমেই ঘটনানো হয়েছে। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১২টায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র সহ মোটরসাইকেল যোগে শেখ শহীদুর রহমানের বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাসার সবকিছু ভাংচুর করে।

এসময় দুর্বুত্তরা শেখ শহীদুর রহমানকে প্রাণে হত্যার উদ্দেশ্যে খোজতে থাকে। ঘটনার সময় শেখ শহীদুর রহমান বাসার বাইরে থাকায় প্রাণে বেচে যান।

দূর্বৃত্তরা তার স্ত্রী এবং সন্তানকে হুমকি ধামকি দেয় এবং বাসা থেকে নগদ ৩ লক্ষ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে পরিবার সূত্রে জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ