শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২৪ মে ২০ ২৩
৬:০ ২ অপরাহ্ণ

কমলগঞ্জে গৃহবধুর মৃত্যু:
২৪ ঘন্টা পেরিয়ে গেলেও লাশ দাহ না করে ঝাঁড়-ফোঁকের মাধ্যমে বাঁচানোর চেষ্টা পরিবারের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামের এক গৃহবধুকে সাপে ছোবল দেয়ার পর ডাক্তার এবং ওঝা কর্তৃক ২৪ ঘন্টা পূর্বে মৃত ঘোষণার পর পরিবারের সদস্যরা লাশ দাহ না করে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কেউ বলছেন গৃহবধূ মারা গেছে, আবার কেউ বলছে গৃহবধূ মারা যায়নি। এতেই ঘটেছে বিপত্তি।

তাই পরিবারের সদস্যরা গৃহবধূ মারা যাওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও লাশ দাহ না করে ওঝা ও কবিরাজ দিয়ে ঝাঁড়-ফোঁক দেয়াচ্ছেন। তাতেও কাজ না হওয়ায় ২৪ মে (বুধবার) সকাল ১০টায় লাশ নিয়ে কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজারে অবস্থিত বিদেশী কর্তৃক পরিচালিত খৃষ্টান মিশনারীতে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে নিহতের ননদ শিবলী রাণী সিনহার সাথে যোগাযোগ করলে তিনি জানান, গতরাতে (মঙ্গলবার) আমাদের বাড়ীতে ৪জন ওঝা এসে বৌদীকে ঝাঁড়ফোঁক দিয়ে গেছে। রাতে বৌদীর শরীর শক্ত হয়ে গেলেও সকাল থেকে বৌদীর শরীর নরম হয়ে গেছে। তার হাত-পা এখন নাড়ানো সম্ভব হচ্ছে। তাই আমরা দাহ না করে বৌদীকে নিয়ে কুলাউড়া মিশনে যাচ্ছি।

এদিকে ঝর্ণার শেষকৃত্য সম্পন্ন করার জন্য আসা একই গ্রামের রাজীব সিংহ,নিশি সিংহ,বাবুল সিংহ, প্রদীপ সিংহ, হুকনা সিংহের সাথে আলাপ কালে জানান, গৃহবধুর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য গ্রামবাসী সকল প্রস্তুুতি সম্পন্ন করলে , হঠাৎ গৃহবধূর শরীর শক্ত থেকে নরম হয়ে যাওয়ায় কারনে দাহ এর কাজ না করে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য কুলাউড়া নিয়ে গেছেন। উল্লেখ্য গত ২৩ মে (মঙ্গলবার) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর হিরামতি গ্রামের বাবুল সিংহের স্ত্রী ঝর্ণা সিংহা নিজ বাড়ির গোয়াল ঘরের পেছনে কচু কাটতে যান।

এ সময় তার ডান হাতে বিষধর সাপ ছোবল মারে। পরে পরিবারের লোকজনকে জানালে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা দিয়েও তাকে বাঁচাতে পারেন নি। পরে হাসপাতাল থেকে ঝর্ণাকে মৃত ঘোষণা দিয়ে পরিবারের কাছ হস্তান্তর করলেও পরিবারের সদস্যরা ঝর্ণার শরীর গরম থাকার কারণে কবিরাজের মাধ্যমে ঝাঁড়ফোক দেন।

পরে কবিরাজও তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, ঝর্ণার হাতে যতক্ষণ বাধা ছিল সে সুস্থ ছিল। ইঞ্জেকশন পুশ করার জন্য তার হাতের বাঁধন খুলে দেয়ার পরপরই সে অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরেনি। মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডাঃ ফজলুল জ্জামান জানান, ইঞ্জেকশন দেয়ার পূর্বেই ঐ নারীর শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল তাই ইঞ্জেকশন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ