বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
গোলাপগঞ্জ প্রতিনিধি::
১৪ মে ২০ ২৫
১১:৫৯ অপরাহ্ণ

গোলাপগঞ্জে গাছে ঝু'.ল'.তে থাকা লা.শে'.র পরিচয় পাওয়া গেছে

সিলেটের গোলাপগঞ্জে রেন্টি গাছের ডাল থেকে যে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ, তার পরিচয় পাওয়া গেছে।

পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম মোস্তফা আহমদ(৩০)। মানসিক ভাবে অসুস্থ মোস্তফা আহমদের বাড়ি কানাইঘাট উপজেলার পূর্ব কোওরের মাটি গ্রামে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্যা ।

তিনি আরোও বলেন, “উদ্ধার করা লাশের পরিচয় পরিচয় মেলেছে। ফেইসবুক লাইভে দেখে লাশটি গোলাপগঞ্জ মডেল থানায় এসে মোস্তফা আহমদের পিতা আব্দুর নুর সনাক্ত করেন। সে দাউদপুরের কোনাপাড়ায় একটি পোল্টি ফার্মে চাকুরী করত। একদিন আগেও সে নাকি ফার্মে ফ্যানের সাথে আত্মহত্যার চেষ্টা করেছে। সে কিছুটা মানসিক ভাবে অসুস্থও বলে জানান তার পিতা আব্দুর নুর।

এলাকার লোকজন বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কোতোয়ালপুর কটাপাড়া (দক্ষিণ মাইজভাগ) এলাকার একটি রেন্টি গাছের ডারের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তারা স্থানীয় ইউপি সদস্য ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ফেইসবুক লাইভে দেখে লাশটি গোলাপগঞ্জ মডেল থানায় এসে মোস্তফা আহমদের পিতা আব্দুর নুর সনাক্ত করেন। উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে বলেও জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ