১১:৩৯ অপরাহ্ণ
ধর্মপাশায় হেফাজতে ইসলামের উপজেলা কমিটি গঠন
হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্মপাশা উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০আগস্ট) মঙ্গলবার সকাল ১০টার দিকে ধর্মপাশা সরকারী ডিগ্রী কলেজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মুফতি হাবীবুর রহমান কাসেমী এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাও. মুখলেছুর রহমানের সভাপতিত্বে এবং মুফতি আবুল বাশার ও মুফতি খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্যদেন, সুনামগঞ্জ জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ এর যুগ্মসাধারণ সম্পাদক মাও. তৈয্যুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাও. রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংঠনিক সম্পাদক মাও. সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে শাইখুল্ল হাদীস মুফতি হাবিবুর রহমান কাসেমীকে সভাপতি, মাও. মুজ্জাম্মিল হক তালুকদারকে সাধারণ সম্পাদক ও মুফতি মুমিনুল হক সাঈদকে সাংগঠনিক সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার কমিঠিগঠন করা হয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গণ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
পরে বিকাল ৪টার দিকে হেফাজতে ইসসাল ধর্মপাশা উপজেলার নবগঠিত কমিঠি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করার জোর দাবী জানান।