৭:৫৯ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতার উপর হামলা
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলায় বিয়ানীবাজারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা ও স্টার ফিফটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম চৌধুরীর উপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
১৮ মার্চ ২০২৩ বিকেলে বিয়ানীবাজার পয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ১৮ মার্চ ২০২৩ সালে বিয়ানীবাজার পয়েন্টে মূল্য বৃদ্ধি, অস্তিতিশীল বাজার এবং বর্তমান সরকারের ব্যবসায়িক অব্যবস্থাপনার বিরুদ্ধে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সমাবেশ আয়োজন করে।
সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপর্কম, চাঁদাবাজি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা আশরাফ হোসেন, মাজেদ আহমদ, মাহিদুল ইসলাম চৌধুরী,ফারুক খান, আনোয়ার হোসেন,আব্দুর রহিম, কামরান আহমদ, আশরাফ আলী রাব্বি, ইকবাল হোসেন সহ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে।
সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে এসময় নেতাকর্মীরা দৌঁড়ে পালিয়ে যান। এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন খবর পাইনি। খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।