৭:৫৫ অপরাহ্ণ

সিলেট ওসমানী যাদুঘরে ওসমানীর ব্যবহৃত দূর্লভ জিনিসপত্র হস্তান্তর
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ব্যবহৃত দূর্লভ জিনিসপত্র সিলেট ওসমানী যাদুঘরে হস্তান্তর করেছেন ওসমানীর নিকট আত্বীয় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হোসেন চৌধুরী।
রবিবার বেলা এগারটায় নগরীর ধোপাদিঘীরপারস্হ ওসমানী যাদুঘরে জেনারেল ওসমানী ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়।
এসময় ওসমানী যাদুঘরের কীপার মোঃ আমিনুল ইসলামের কাছে ওসমানী ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করেন প্রবাসী কমিউনিটি সংগঠক ইকবাল হোসেন চৌধুরী।
হস্তান্তরকালে মেজর জেনারেল এম আজিজুর রহমান বীর উত্তম, কেমুসাস এর সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সাবেক ডীন কামাল আহমদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।
হস্তান্তরিত ৫২টি জিনিসপত্রের মধ্যে ১৯৮৪ সালে যুক্তরাজ্যের একটি হাসপাতাল কতৃক প্রদত্ত বঙ্গবীর ওসমানীর ডেথ সার্টিফিকেট ও রয়েছে। পরে নেতৃবৃন্দ কেমুসাসস্হ মতিন উদ্দিন আহমদ যাদুঘরে ও অবশিষ্ট জিনিসপত্র হস্তান্তর করেন।