বৃহস্পতিবার, অক্টোবর ১০ , ২০ ২৪
কুলাউড়া প্রতিনিধি::
৯ সেপ্টেম্বর ২০ ২৪
৮:২২ অপরাহ্ণ

কুলাউড়া শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশাদ চৌধুরী

কুলাউড়া উপজেলার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নওশাদ আহমদ চৌধুরী। তিনি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

৯ সেপ্টেম্বর সোমবার অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন এর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী প্রধান শিক্ষক কবির মিয়ার সঞ্চালনায় এসময় ম্যানেজিং কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠান আপনাদের এলাকার সম্পদ। এটিকে রক্ষা ও এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্থানীয়দের পরামর্শ ও সহযোগিতা যত বেশি থাকবে তত প্রতিষ্ঠানের উন্নতি সাধিত হবে বলে আশাবাদী।

এসময় বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মিরজান আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালিক, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সহ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, ইউপি আব্দুল মুক্তাদির মনু, সাবেক ইউপি সদস্য নোমান আহমদ, সাবেক অভিভাবক সদস্য মাহমুদুর রহমান, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনকার আলী, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল প্রমূখ ।

নব দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) নওশাদ আহমদ চৌধুরী এই প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ