রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
জগন্নাথপুর প্রতিনিধি::
৩১ মে ২০ ২৩
১০ :৪১ অপরাহ্ণ

জগন্নাথপুরে ডিমওয়ালা মা মাছ রক্ষায় অভিযানে জরিমানা আদায়

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডিমওয়ালা মা মাছ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত আছে। এরই অংশ হিসেবে ৩১ মে বুধবার উপজেলার গোতগাঁও এলাকায় কুশিয়ারা নদীতে অভিযান চালানো হয়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল সহ বিভিন্ন জাল দিয়ে ডিমওয়ালা মা মাছ নিধনের দায়ে জাকির হোসেন নামের এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সে গোতগাঁও গ্রামের উজির উল্লার ছেলে। এ সময় জাল ও নিধন করা মাছ জব্দ করা হয়। এর মধ্যে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হবে এবং জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ