বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১৫ ফেব্রুয়ারী ২০ ২৫
৯:৫২ অপরাহ্ণ

দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড়ে প্লাষ্টিক ফ্যাক্টরীতে আ'.গু'.ন

নগরীর দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড়ে প্লাষ্টিক ফ্যাক্টরীতে আগুন। জানা যায় ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮.৪০ মিনিটে নগরীর দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড়ে আজিম প্লাস্টিক ফ্যাক্টিরীতে তাকা প্লাস্টিক বোতল আগুন লাগে।

স্হানীয় ও ফায়ার ব্রিগেড সার্ভিস সূত্র জানা যায় পাশ্ববর্তী কলোনি তেকে শিশুদের ফুল জড়ি থেকে আগুনের সূত্র পাত হয়।

স্হানীয় লোকজন ঘটনার খবর পেয়ে দক্ষ আলমপুর ফায়ার ব্রিগেড সার্ভিস ও তালতলা ফায়ার ব্রিগেড সার্ভিস দলের ৪ ইউনিট ঘটনার স্থলে আসে।

তখন আলমপুর ফায়ার ব্রিগেড সার্ভিসের দুইটি দল আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এবিষয়ে আজিম প্লাস্টিক ফ্যাক্টিরীতে প্রো মোঃ শহিদ মিয়া জানান,হঠাৎ আগুনের ধোঁয়া দেখে তাৎক্ষণিক স্হানীয় লোকজনের ফায়ার সার্ভিসের খবর দেয়।

আগুন পুড়িয়েছে লক্ষাধিক টাকার বোতলের ক্ষতি হয়েছে। আলমপুর ফায়ার ব্রিগেড সার্ভিসের কর্মরতরা জানান, আজিম প্লাস্টিক ফ্যাক্টিরীতে তাকা প্লাস্টিক বোতলে ফুলজরি আগুনের সূত্র পাত হয় যার ক্ষতির পরিমাণ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ