১০ :০ ৩ অপরাহ্ণ
তিতাসে নতুন স্কুল ভবন নির্মাণের মালামাল চু.রি- ডা.কাতির অভি.যোগ
কুমিল্লার তিতাসে নতুন স্কুল ভবন নির্মাণের মালামাল চুরি ও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহপুর শান্তির বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে।
একাধিক বার ওই ভবন নির্মাণ কাজের রড, সিমেন্ট,রাজমিস্ত্রীদের যন্ত্রপাতি চুরি-ডাকাতির হওয়ায় বর্তমানে ওই ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। জানা যায়,গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আ.লীগ সরকারের পতন ঘটে।
এরপরই রাজমিস্ত্রীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ওই ভবন নির্মাণ কাজের রড,সিমেন্টসহ রাজমিস্ত্রীদের যন্ত্রপাতি ডাকাতি করে নিয়ে গেছে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা এমন একটি পোস্ট নিজের ফেসবুক আইডি থেকে করেছেন মজিদপুর ইউপির চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।
তাঁর দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো;চুরি, ডাকাতি এবং সন্ত্রাসের কারণে বন্ধ আছে সাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। ঠিকাদার ঠিকমতোই কাজ করে আসছিল প্রায় ৮০%কাজ শেষ পর্যায়ে,কিন্তু ৫ আগস্ট এর পর থেকে সাহপুর গ্রামের কিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাদ ডাকাত যাদের নিত্যদিনের কাজই হচ্ছে চুরি ডাকাতি করে ইয়াবা সেবন করা।
এই চিহ্নিত সন্ত্রাসী ডাকাতরা ৫ই আগস্ট এর পর থেকে এই সরকারি প্রতিষ্ঠানের মালামাল রড, সিমেন্ট রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি চারবার চুরি এবং একবার রাতে রাজমিস্ত্রি রিঙ্কুকে পিস্তল ঠেকিয়ে সাটারিং এর মালামাল এবং রড সিমেন্ট নিয়ে যায়।
ঠিকাদার অত্যন্ত দুঃখ প্রকাশ করে উপজেলা ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়ে দিয়েছে এতবার চুরি করার পরেও যেহেতু কেউ কোনো পদক্ষেপ নেয় নাই আমি আর এই কাজ করবো না।
সাহপুর গ্রামে আরেকটি নতুন ভবন হবে ছোট বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করবে এমন একটি প্রতিষ্ঠান থেকে এতবার চুরি হওয়ার পরেও সাহাপুর গ্রামের একটি মানুষও মুখ খুলে কিছু বলল না, যে কি কারণে স্কুলের কাজ বন্ধ আছে, বা আদৌ কবে এই প্রতিষ্ঠানের কাজ শেষ হবে।
ঠিকাদার পরিষ্কার জানিয়ে দিয়েছে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার না হলে উনি আর কাজ করবে না।এব্যাপারে সাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ আফরোজা পারভীনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,হ্যাঁ চুরির ঘটনা সত্যিই,আমাদের স্কুল থেকেও সিসিটিভি হাঢডিক্সসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু(স্যার)কে অবহিত করেছি।
এবিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মালামাল চুরি হয়েছে,বিষয়টি আমাকে জানানোর পর তিতাস থানায় একটি চুরির মামলা করা হয় ঠিকাদারের পক্ষ থেকে।