শনিবার, এপ্রিল ২০ , ২০ ২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১ জুন ২০ ২৩
৫:৪২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১ কোটি ৯৩ লাখ টাকার বাজেট পেশ করা হয়।

বাজেট আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ এলাকার দুর্ভোগ ও সমস্যা উত্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা পরিষদের বাজেট চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে।

বাজেট সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার খাদিজা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াছমিন, উপজেলা খাদ্য পরিদর্শক রাফিয়া খাতুন সেবি, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ