বুধবার, ডিসেম্বর ১১, ২০ ২৪
স্টাফ রিপোর্টার::
১৬ মার্চ ২০ ২৪
১০ :৩৩ অপরাহ্ণ

সিলেটে ফের বেপরোয়া মাদক ব্যবসায়ী ইয়াবা নয়ন

নয়ন ওরফে ইয়াবা নয়ন। পুরো নাম শেখ নয়ন মিয়া। সিলেট নগরীর সোবহানীঘাট মৌবন- ১৫/বি নম্বর বাসায় ভাড়া থাকে। বাসার পাশেরই স্থানীয় কাউন্সিল এর কার্যালয়। তার মূল বাড়ি কুমিল্লায় হলেও ছোট থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছে।

সে আগে পেশাদার ছিনতাইকারী ছিলো। তবে এখন ছিনতাইয়ের পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। নয়ন ওরফে ইয়াবা নয়ন আইনশৃঙ্খলা বাহির হাতে একাধিক বার গ্রেফতার হয়েছে। কয়েক মাস পর জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সর্বশেষ ২০২০ সালের মার্চে সোবহানীঘাট থেকে ইয়াবাসহ র‌্যাব-৯ এর একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর থেকে এক যুবলীগ কর্মীর শেল্টারে বেপরোয়া হয়ে উঠে শেখ নয়ন।

সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ড্রীম সিলেট’ এর তথ্যানুসন্ধানে বেরিয়ে এসেছে নয়নের মাদক ব্যবসার নানা কৌশল। অনুসন্ধানে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ নয়ন মিয়া ওফরে ইয়াবা নয়ন আবারও বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাওয়া অর্ধ্ব ডজন মামলার এ আসামি বর্তমানে সোবহানীঘাট, মীরাবাজার, যতরপুর ও উপশহর এলাকার মুর্তিমান আংতকে পরিনত হয়েছে।

তার নানামুখী অপতৎপরতায় এলাকার সাধারন ও নিরীহ মানুষ রীতিমত সন্ত্রস্থ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগরীজুড়ে শীর্ষ মাদক কারবারি শেখ নয়ন মিয়ার রয়েছে বিশাল একটি মাদক সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের সদস্য প্রায় অর্ধশতাধিক। মূলত এদের দিয়েই নগরজুড়ে চলে তার ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিল ব্যবসা। বিগত কয়েক বছর থেকে এই মাদকের জমজমাট ব্যবসা করছেন নয়ন। প্রতিদিন নগরের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার নিয়ে লোকজন ছুটে আসে নয়নের সোবহানীঘাট মৌবন- ১৫/বি নম্বর বাসায়। সন্ধ্যা নামলেই তার মাদক আস্তানায় ভিড় জমে ইয়াবাসেবীদের।

প্রকাশ্যে চলে জমজমাট মাদক ব্যবসা। এ নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীরা তার বিরুদ্ধে ‘টু’ শব্দটি করার সাহস ও শক্তি পর্যন্ত হারিয়েছে। কারণ প্রতিবাদ করলে নানা হুমকী ধমকি ও পুলিশী হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। নাম প্রকাশ না করার শর্তে স্থাণীয় কয়েকজন ব্যক্তি জানান, প্রতিদিন ২০/৩০টি মোটরসাইকেল বাসায় আনে। এরমধ্যে বেশীরভাগই তরুণ ও যুবক বয়সী।

আইনশৃঙ্গলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেদারছে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে নয়ন ও তার লোকজন। প্রতিদিন কয়েক লাখ টাকার মাদক বিক্রি করে এই সিন্ডিকেট।

তবে পরিচিত লোক ছাড়া কারো কাছে মাদক বিক্রি করে না নয়ন। তার নামে থানায় একাধিক মাদক, ছিনতাই ও অপহরণ মামলা রয়েছে। তারপরও বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে নয়ন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জোর টলারেন্স নীতে রয়েছে এসএমপি। পুলিশ সবর্দা মাদকের বিরুদ্ধে কাজ করছে। এরইমধ্যে অনেক বড় বড় ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে। তাকেও গ্রেফতার করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ