৫:১৪ অপরাহ্ণ
গ্রেটার সিলেট মিলিনিয়াম ব্যাচ’ এমপি এল প্রিমিয়ার লীগ প্লেয়ার্স ড্রাপ্ট সম্পন্ন
গ্রেটার সিলেট মিলিনিয়াম ব্যাচ এর উদ্যোগে এমপি এল প্রিমিয়ার লীগ ২০২৪ সিজন ৩ এর প্লেয়ার্স ড্রাপ্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত খেলার প্লেয়ার্স ড্রাপ্ট পরিচালনা করেন কাজী বায়েছ।
খেলার প্লেয়ার্স ড্রাপ্টে অংশগ্রহণ করেন মিলিনিয়াম ফাইটার্স এর টিম প্রধান ইমতিয়াজ হোসেন তান্না, মিলিনিয়াম গ্লাডিয়টর এর টিম প্রধান ডা. ওলিউর রহমান মিলিনিয়াম স্লোজার্স এর টিম প্রধান মন্জুর হাসান, মিলিনিয়াম টান্ডার এর টিম প্রধান গোলাম মোরশেদ উজ্জল, মিলিনিয়াম ওয়ারির এর টিম প্রধান আশরাফুল ইসলাম বিপ্লব।
গ্রেটার সিলেট মিলিনিয়াম ব্যাচ এর আয়োজনে গত ২বছর যাবৎ এমপি এল প্রিমিয়ার লীগ খেলা চলছে। সিজন ৩ আসরের খেলার ড্রাপ্ট সম্পন্ন হয়েছে। প্লেয়ার্স ড্রাপ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ম্যালিক, ম্যানেজার, ক্যাপ্টেইন, আইকন প্লেয়ার্সসহ নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। শীঘ্রই খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা হবে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কম্পেক্স মাঠে ও এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি