কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৩:১৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় দোকানপাট ও বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০
সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দোকানপাট ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরবাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টুকেরবাজারের দারু মিয়ার পুত্র খায়েস মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ইসলামপুর গ্রামের মৃত রতন মিয়ার পুত্র মোহনের হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়। বিষয়টি তৎক্ষনাৎ মিমাংসার চেষ্টা করা হলেও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। মোহনের পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খায়েস মিয়ার বাড়িতে এবং তাদের দোকানপাটে হামলা ও ভাংচুর চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের কয়েকজনকে জখম করে। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
আহতরা হলেন- খায়েস মিয়া (৪০) তার স্ত্রী নয়নতারা (৩৫), নুর মোহাম্মদ (৪৫), তার পুত্র শাহিন (২৫), চমৎকার বেগম (৭০), তার মেয়ে বৃষ্টি বেগম (২১), শরীফ (১২), মুন্না মিয়া (২২), মোহন (২৫) ও মাসুক মিয়া (৪৫)। তাদের মধ্যে চমৎকার বেগম, নুর মোহাম্মদ ও শাহিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কয়েকজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার প্রভাকর রায় বলেন, রাতে ১৬ জন রোগী আহত অবস্থায় এখানে আসেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও রাধানগর গ্রামের হাশমত আলী জানান, মোহন মিয়া একজন জারের পানি সাপ্লাইয়ার। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে সে টুকেরবাজার 'তিন ভাই রেস্তোরাঁ'য় পানি দেয়। পানির বোতলে ময়লা পাওয়ার অভিযোগ আনেন রেস্তোরাঁর সামনের পানের দোকানদার খায়েশ মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খায়েস মিয়ার বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মারধর এবং বাড়িঘর ভাঙচুর করেছে।
তিন ভাই রেস্তোরাঁর মালিক মো. আলম জানান, আমরা খায়েস মিয়ার ভাতিজা জাহাঙ্গীরের ঘর ভাড়া নিয়ে রেস্তোরাঁ ব্যবসা করি। এখানে আমরা কোনো পক্ষ না। ঘটনার সময় আমাদের রেস্তোরাঁয় ভাংচুর ও লুটপাট হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ধর্মপাশায় স্মরণ সভা উপলক্ষে শাড়ী,লুঙ্গি ও গীতা বিতরণ
ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কমলগঞ্জে মন্দির সংস্কার ও…
ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ’র প্রকল্প অবহিতকরণ সভা
কবে ফিরবে বাংলাদেশে গনতন্ত্র
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন
হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার
রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব
৭ দফা দাবি বাস্তবায়নে বিআরটিএ সিলেট’র সাথে নিসচা…
জকিগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মতবিনিময়
জিসাসের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পায়রা উড়ানোর প্রতিযোগি পুরষ্কার দিল এসআরপিওএ
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে পুলিশী নির্যাতনে রায়হানের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ
আমাদের ফেসবুক পেইজ