৬:২২ অপরাহ্ণ
আইনজীবী সাইফুল হ.ত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বি.ক্ষো.ভ: ইসকনকে নিষিদ্ধের দাবি
জনতার বিক্ষোভে উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। বুধবার সকাল থেকেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ চলছে। এতে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ।
টাইগারপাস মোড়ে এই বিক্ষোভ চলছে। এর আগে সকালে চট্টগ্রাম আদালত চত্বরে প্রথম ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সকালে আইনজীবী সাইফুল ইসলামের (আলিফ) প্রথম জানাজায় যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বুধবার সকাল সাড়ে ১১টায় নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে সাইফুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় হাসনাত, সারজিস ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান সারজিস আলম।