সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১২ এপ্রিল ২০ ২৪
৫:০ ২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে থানাসদর-কাঁঠালবাড়ী রাস্তার পাশের খাল থেকে বাবুল ইসলাম ওরফে বাবলু (৪৮) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ইসলামপুরের গ্রামের তাজুল ইসলামের ছেলে।

খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৬টায় কাঁঠালবাড়ী সড়কের থ্রি-স্টার স্টোন ক্রাশার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।

এদিকে বাবুল ইসলামের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়।

মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্স ভাঙ্গা এবং তার মুখে রক্ত লাগানো মাথায় জখম ও পা ভাঙ্গা অবস্থায় গাছের পাশে খালের পানিতে পাওয়া যায়।

পরিবারের দাবি কেউ পরিকল্পিতভাবে বাবুলকে হত্যা করেছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ জানান, সকাল সাড়ে ৬টায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা।

লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ