৭:৪০ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে সুভাষ চন্দ্র আচার্য্য'র পদোন্নতি লাভ
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভাষ চন্দ্র আচার্য্য মেধাভিত্তিতে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর ২ মের কর্মচারী নির্দেশ মোতাবেক তাঁকে অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে সিলেট অফিসে বহাল করা হয়।
সুভাষ চন্দ্র আচার্য্য ২৯ মার্চ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বি,কম ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পেশাগত ডিএআইবিবি পরীক্ষায় সফলতার সাথে উত্তির্ণ হন। দীর্ঘ ৩১ বছরের কর্মময় জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট ও ময়মনসিংহ অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগ, সংস্থাপন, ডিএবি, পিএডি, সঞ্চয়পত্র, কারেন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। ননী গোপাল আচার্য্য ও ঝুলন রাণী আচার্য্যের ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে জৈষ্ঠ্য সন্তান সুভাষ চন্দ্র আচার্য্য এর পৈত্রিক নিবাস কুমিল্লার বরুড়া উপজেলার চোওরী গ্রামে।
ব্যক্তিগত জীবনে স্ত্রী ঝুমা আচার্য্য গৃহিণী, বড় মেয়ে কথা আচার্য্য এমবিবিএস ফাইনাল বর্ষে, ছোট মেয়ে সৌমিতা আচার্য্য এইচএসসি পরীক্ষার্থী। বর্তমানে তিনি সিলেট নগরীর দেবপুর এলাকার উত্তরা আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।