মঙ্গলবার, ডিসেম্বর ১০ , ২০ ২৪
জগন্নাথপুর প্রতিনিধি::
১৯ ফেব্রুয়ারী ২০ ২৪
৭:৩২ অপরাহ্ণ

জগন্নাথপুরে মাসিক আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমূখ।

এ সময় পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান সহ সরকারি সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া একই মঞ্চে দিনের বিভিন্ন সময়ে উপজেলা ইনোভেশন সভা, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রনে জনসচেতনতামূলক সভা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সংক্রান্ত সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (নারী ও শিশু পাচার রোধ) বিষয়ক সভা, শিক্ষার মানোন্নয়নে সভা, কৃষি ঋণ বিষয়ক সভা, বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত সভা, নৈতিকতা বিষয়ক সভা ও এনজিও বিষয়ক সভা সহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে পৃথক ভাবে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ