বৃহস্পতিবার, অক্টোবর ১০ , ২০ ২৪
বিজ্ঞপ্তি
৫ সেপ্টেম্বর ২০ ২৪
১১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ কমিটি সিলেটের বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ কমিটি সিলেট কতৃক বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সিলেটের তালতলাস্হ প্রশিক্ষন হলে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ কমিটি সিলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান।

তিনি তার বক্তৃতায় বলেন,মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের পাঠ্যসূচির পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় সম্পৃক্ত করতে হবে।

উন্নত জীবন গঠনে মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে হবে। তিনি আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সুশিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ ব্যাংক সিলেট এর অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট এর পরিচালক খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল হাসেম।

বাংলাদেশ ব্যাংক সিলেট এর সহকারী পরিচালক আব্দুস সামাদ ও অফিসার মোঃ রুহুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।

আলোচনা শেষে অনুষ্টানে তিনটি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ