মঙ্গলবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৪
মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর::
১৬ জুলাই ২০ ২৪
৯:৫২ অপরাহ্ণ

জগন্নাথপুরে সফল জনপ্রতিনিধি আংগুর মিয়ার উন্নয়ন বাস্তবায়ন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২নং পাটলি ইউনিয়নের কবিরপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সর্বাধিক জনপ্রিয় ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত পাটলি ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া জীবনের শেষ সময়ে এসেও অত্যান্ত আন্তরিকতার সাথে জনসেবা দিয়ে যাচ্ছেন।

পাটলি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করছেন। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে এবং সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে ইউনিয়ন এলাকার একের পর এক উন্নয়ন বাস্তবায়ন করে চলেছেন। যা স্থানীয় জনমনে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সর্বোপুরি একজন জনপ্রতিনিধি হিসেবে যতোটুকু সম্ভব তার চেয়ে বেশি কিছু করার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন আংগুর মিয়া। এতে স্থানীয় উপকারভোগী জনতা সন্তোষ প্রকাশ করেছেন। জানাগেছে, বিগত ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন আংগুর মিয়া। অবশেষে ২০২১ সালের শেষের দিকে আবারো নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

জনপ্রতিনিধি আংগুর মিয়ার আমলে অতীতে উন্নয়নের সাক্ষর রেখেছেন এবং বর্তমানেও উন্নয়ন ছোঁয়া লেগেছে ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে। ১৬ জুলাই মঙ্গলবার সরেজমিনে পাটলি ইউপি অফিস ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, বর্তমানে চেয়ারম্যান আংগুর মিয়ার আমলে সরকারি বরাদ্দে ও ব্যক্তি অনুদানে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন হয়েছে এবং আরো অসংখ্য প্রকল্পের কাজ চলমান রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য-ইউনিয়নের বনগাঁও থেকে দিগারকুল পর্যন্ত দেড় কিলোমিটার ইটসলিং রাস্তা। এখানে আগে কোন রাস্তা না থাকায় জনভোগান্তির শেষ ছিল না। এখন নতুন রাস্তা পেয়ে জনভোগান্তি লাঘব হয়েছে। কেশবপুর-এরালিয়া পাকা রাস্তা থেকে আলীপুর পর্যন্ত আরেকটি নতুন দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ হয়েছে।

এখানে আগে কোন রাস্তা ছিল না বলে স্থানীয়রা ভোগান্তির শিকার হতেন। এরালিয়া ভায়া রসুলগঞ্জ পর্যন্ত আরেকটি মাটির রাস্তার কাজ প্রায় শেষপ্রান্তে রয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদ অফিসে ইউপি সদস্যদের বসার ফার্ণিচার, অফিসটি সিসি ক্যামেরা দ্বারা উন্নীতসহ নানা উন্নয়ন কাজ সাধিত হয়েছে। এছাড়া ইউনিয়নের আরো বিভিন্ন স্থানে কয়েকটি ছোট ব্রিজ নির্মাণ ও গ্রামীণ রাস্তাঘাট মেরামত সহ ইউনিয়নজুড়ে কমবেশি উন্নয়নের ছোঁয়া লেগেছে।

তবে বিগত ২০২২ সালের বন্যার ক্ষতি পুষিয়ে উঠার আগেই চলতি ২০২৪ সালের বন্যায় পাটলি ইউনিয়নের বেশ কিছু জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জনভোগান্তি বেড়েছে। ফলে এসব ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনরায় মেরামত করা নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে পাটলি ইউপি চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে জনপ্রত্যাশা পূরণে যতোটুকু সম্ভব কাজ করছি।

এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পাটলি ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসেন বলেই বারবার ভোট দিয়ে সেবা করার সুযোগ দিচ্ছেন। আমিও তাদের দেয়া ভোটের মান রাখতে সর্বদা চেষ্টা করছি। তিনি বলেন, বিগত ২০২২ সালের বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই চলতি ২০২৪ সালের বন্যায় অত্র ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

এতে জনভোগান্তি বেড়েছে। তাই জনভোগান্তি লাঘবে এসব ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনরায় মেরামত করা জরুরি হয়ে পড়েছে। এর মধ্যে সব থেকে বেশি জনগুরুত্বপূর্ণ কেশবপুর-এরালিয়া হয়ে লামা রসুলগঞ্জ ও রসুলগঞ্জ পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তাটি পুনরায় দ্রুত মেরামত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ