৭:১৭ অপরাহ্ণ
কুলাউড়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময়
কুলাউড়া উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৃহস্পতিবার ০৮ আগস্ট মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় মেজর রিয়াদ আইনশৃংখলার উন্নতিকল্পে বেশ কয়েকটি নির্দেশনা প্রদান করেন। সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর উপজেলা,ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করা হয়।
মেজর রিয়াদ বলেন, দেশের এ ক্রান্তি লগ্নে জনগনের নিরাপত্তা প্রদান সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমে আমরা আমাদের নিজ গ্রামকে রক্ষা করবো। পরে ওয়ার্ড, ইউনিয়ন সহ পুরো কুলাউড়াকে রক্ষা করবো। কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে সেনাবাহিনীকে তথ্য প্রদান করবেন। কোন ধরনের জমি দখল করা যাবেনা।
সরকারী প্রতিষ্টান, থানা ও হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় স্থাপনারক্ষা, চুরি ডাকাতি প্রতিরোধে বিএনপি জামায়াত ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে এবং সেনাবাহিনীকে তথ্য দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো।
সভাপতির বক্তব্যে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, আমরা সব কিছু স্বাভাবিক করতে চাই। ইতিমধ্যে কুলাউড়ায় কিছ ুবিশৃংখলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য কোন দলকে দায়ী করা যায়না। যারা করেছেএরা নাশকতাকারী। কুলাউড়ার ১৩ ইউনিয়নের জনজীবন সচল রাখতে হবে।
পুলিশ সহ প্রশাসনকে সহযোগীতা করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামাতে ইসলামীর আমির হামিদ খাঁন,ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, আজিজুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ব্রাম্মনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক মিয়া ও বিএনপি নেতা আবু সুফিয়ান প্রমুখ।