৮:৫৯ অপরাহ্ণ
সিলেট এমসি কলেজে ভাস্বর-৯১'র উদ্বোধন
সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি’৯১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং জীববিজ্ঞান ভবনের সংযোগ স্থলে নির্মিত সৌন্দর্যবর্ধন স্থাপনা ভাস্বর-৯১ এর উদ্বোধন করা হয়। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে এই ভাস্করটির উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম, স্থাপনা নির্মাণ বিষয়ক কলেজের অভ্যন্তরীণ কমিটির সদস্য ও সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল বাসিত। উদ্বোধন শেষে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ৯১ ব্যাচের পক্ষ থেকে কলেজ প্রশাসনকে নির্মাণে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এইচএসসি’৯১ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের ভূয়শী প্রশংসা করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে মুরারিচাঁদ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সুদৃষ্টি প্রত্যাশা করেন এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন কলেজ ও দেশের মঙ্গলের জন্য সকলকে অংশগ্রহণের আহবান জানান।
উল্লেখ্য, ভাস্বর-৯১ স্থাপনাটির নির্মাণে ব্যয়ে দেশে ও প্রবাসে বসবাসরত মুরারিচাঁদ কলেজের ৯১তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং শিক্ষামন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন নিয়ে সম্পূর্ণভাবে ব্যাচের নিজস্ব অর্থায়নে নির্মিত স্থাপনাটি কলেজের সৌন্দর্য বৃদ্ধি করেছে যা কলেজের শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছে আনন্দদায়ক হবে। বিজ্ঞপ্তি