৭:৫০ অপরাহ্ণ

টিলাগড়ে ছাত্রলীগের হামলায় ছাত্রশিবির নেতার জীবন সংকটাপন্ন
স্টাফ রিপোর্ট:: সিলেট নগরীতে ইমন আহমদ (৩৪) নামে এক ছাত্রশিবির নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করেছে ছাত্রলীগের কর্মীরা। গত শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর শাহপরান থানাস্থ টিলাগড় এলাকায় এ হামলা চালানো হয়।
হামলার শিকার ইমন মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রশিবিরের প্রচার সম্পাদক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় ফেরার জন্য সন্ধ্যা ৬টার দিকে ইমন ও তার দুই বন্ধুসহ টিলাগড়ে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন। সেখানে আগে থেকে ওতপেতে থাকা ছাত্রলীগ নেতা রায়হানের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী ইমনসহ তার দুই বন্ধুকে ধারালো ছুরি ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা ছুরি দিয়ে ইমনের কোমরে আঘাত করলে সে মাটিতে লুটিতে পড়ে। দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবরে পেয়ে এই প্রতিবেদক হাসপাতালে গেলে ইমনকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। এ সময় ইমন বলেন, কলেজে ছাত্রশিবিরের রাজনীতি করায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা রায়হান হামলার পায়তারা চালাচ্ছিলো। সন্ধ্যায় বাসায় ফেরার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলাম।
এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রায়হানসহ কয়েকজন আমাকেসহ আমার দুই বন্ধুর ওপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। শাহপরান থানার ওসি মোহাম্মদ ছালেক আহমদ বলেন, একটি হামলার ঘটনা শুনেছি। বিষয়টি দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।