সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৫ জুলাই ২০ ২৪
১১:০ ৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে নয়া ইউএনও'র মতবিনিময় সভা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

সোমবার বিকেলে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান।

তিনি বলেন সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের কলমের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরবেন। তাছাড়া সমাজের অসংগতিগুলোও তুলে ধরবেন যাতে আমাদের কাজ করতে আরো সহজ হয়।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ আলী হুসেন, অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক তারিকুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহেল আহমদ ও সদস্য মাহমুদুল হাসান নাইম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ