সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
শাবিপ্রবি প্রতিনিধি::
২৫ মার্চ ২০ ২৫
৫:০ ৭ অপরাহ্ণ

শাবির শাহপরাণ হলে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের গরিব ও অসহায় কর্মচারীদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমেদের ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে শাহপরাণ হলের ডাইনিং, ক্যান্টিন এবং হলের চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, লাচ্ছি, পোলাওয়ের চাল এবং নুডলস।

ঈদসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মচারীরা। আব্দুল বাসিত নামে একজন চুক্তিভিত্তিক ক্লিনার বলেন, “আমার বেতন খুবই সামান্য। এখানে চুক্তিভিত্তিক কাজ করি।

প্রভোস্ট স্যার আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিলেন। স্যারের জন্য অনেক দোয়া করি। আল্লাহ স্যারের মঙ্গল করুন।” অধ্যাপক ড. ইফতেকার আহমেদ বলেন, “হলের ক্যান্টিন এবং ডাইনিংয়ে যারা মজুরিভিত্তিক কাজ করেন, তাদের বেতন খুব কম।

তাদের ঈদের দিনটি যাতে পরিবারের সঙ্গে ভালোভাবে কাটে, সেজন্য আমার ব্যক্তিগত উদ্যোগে এই সামান্য আয়োজন। তারা আমাদের পরিবারের সদস্য। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে যদি অন্য সচেতন নাগরিকরা তাদের আশেপাশের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পান, সেটাই হবে আমার এই উদ্যোগের সফলতা।”

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ